Illas Mahmud Noyon at UNB
- March 3, 2019
- Posted by: Benchmark Associates
- Category: Recent Post
Student Name: Illas Mahmud Noyon
Ex-Student of Sujanagar Pataria College
Admitted at University of New Brunswick
ইলিয়াস মাহমুদ নয়ন I সিলেট বিভাগের মৌলভীবাজার শহরে যার শৈশব, প্রকৃতির ছায়াঘেরা পরিবেশে বেড়ে উঠা। প্রথম টার্গেট ছিল ইউরোপ। ভাগ্য সহায় ছিল না কিন্তু হাল ছেড়ে দেয়ার মতো ছেলে না নয়ন। অজানাকে জানা আর নিজের স্বপ্নের পিছনে লেগে থাকার পিছনে যে সফলতার মুলমন্ত্র নিহিত আছে সেটা নয়ন ভাল করেই জানতেন।
মৌলভীবাজারের একটি স্বনামধন্য কলেজ থেকে পাস করে অদম্য সাহস এবং স্বপ্ন বুকে নিয়ে এসেছিলেন আমাদের কাছে। আমাদের অভিজ্ঞ কনসালটেন্ট তার পূর্বের সকল কথা শুনে এবং দীর্ঘ দিনের লালিত স্বপ্নকে বাস্তবে রুপ দিতে একটা বাস্তবমুখী দিক নির্দেশনা দিলেন। টার্গেট কান্ট্রি হিসেবে বেছে নেয়া হল কানাডাকে। নয়নের ভর্তি নিশ্চিত করা হল ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক। আমাদের অভিজ্ঞ টিম নয়নের ভিসা অ্যাপ্লিকাশন করতে সকল প্রকার সহযোগিতা করেন, যার ফলে তার ভিসা পেতে তেমন একটা বেগ পেতে হয় নাই।
আমরা বিশ্বাস করি সদা হাস্যোজ্জ্বল নয়ন বাংলাদেশের জন্য একদিন গৌরব বয়ে নিয়ে আসবেন।
বিস্তারিত জানার জন্য অফিস ভিজিট করুনঃ
চ- ৭৩/৩, নিলাচল (৩য় তলা)
প্রগতি সরনী, উত্তর বাড্ডা
(ইবনে সিনা হসপিটালের পাশে), ঢাকা – ১২১২
ফোন- ০২-৮৮৩৪৭১৭, ০১৭৮১-১৬৬৫২৭
Keep on working, great job!